আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাস সৃষ্টি করে জার্মানির একটি শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একজন শরণার্থী।
রাইয়ান আলশেবল নামে ওই ব্যক্তি শুক্রবার বিকেলে ওসটেলশেইম শহরের মেয়র হিসেবে শপথ নেন।
২৯ বছর বয়সী রাইয়ান ৮ বছর আগে যুদ্ধ চলা সিরিয়া ছেড়ে যান।
গত এপ্রিলে ওসটেলশেইম শহরের ২ হাজার ৫০০ বাসিন্দার সোয়াবিয়ান কমিউনিটি তাকে মেয়র নির্বাচিত করেন। নির্বাচনে তিনি ৫৫.৪ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।
জার্মানির তরুণ মেয়রদের নেটওয়ার্ক রাইয়ানের বিজয়কে অন্যান্য শরণার্থীদের জন্য ভাবনাতিত বিষয় হিসেবে অভিহিত করেছে।
বাডেন-উর্টেমবার্গের মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের মতে, দক্ষিণ-পূর্ব জার্মান রাজ্যটিতে মেয়র হিসেবে আর কোনো সিরিয়ান বংশোদ্ভূত দায়িত্ব পালন করেননি।
রাইয়ান আলশেবল গত এপ্রিলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ‘এটি (জার্মানি) একটি উদার দেশ। এখানে কেউ যদি কিছু করতে উদ্যোগী হয় তাহলে সহজেই তার সুযোগ পায়।’
রাইয়ান ২১ বছর বয়সে কয়েকজন বন্ধুর সাথে জার্মানি গিয়েছিলেন। যুদ্ধপরিস্থিতির শিকার সিরিয়ানদের জন্য ২০১৫ সালে তৎকালীন জার্মান চ্যান্সেলর তার দেশের সীমান্ত খুলে দিলে যে হাজারো শরণার্থী জার্মানি ঢুকতে পেরেছিল রাইয়ান তাদেরই একজন।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুসারে, নতুন মেয়র রাইয়ানকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েই জার্মানিতে যেতে হয়েছিল।
জার্মান নাগরিকত্ব পাওয়ার পর মেয়র নির্বাচিত হওয়ার আগে রাইয়ান আলথেংস্টেট শহরের স্থানীয় কাউন্সিলর হয়ে কাজ করছিলেন, জানিয়েছে ডয়চে ভেলে।
সূত্র : আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।