জুমবাংলা ডেস্ক: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে আজ (১৪ এপ্রিল) বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৮।
করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন অতিথির উপস্থিতিতে দুতাবাস প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
দিবসটি উদযাপনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ইথিওপিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, কিছু ইথিওপিয়ান নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মজার খেলাধূলা এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষের অনন্যতা ও সার্বজনীনতা এবং বাঙালি জাতির সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রথমভাগে শিশু, মহিলা ও পুরুষদের জন্য আয়োজিত ভিন্ন ভিন্ন খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ সপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও এ সময় মুক্ত কন্ঠের সঙ্গীত এবং বাদ্য-বাজনার মধ্য দিয়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঐতিহ্যবাহী বাংগালি খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ হতে বিশেষভাবে নিয়ে আসা ইলিশ মাছের সুস্বাদু রান্নার সাথে বিভিন্ন রকম দেশিয় খাবার অতিথিদের জন্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে উৎসাহী অংশগ্রহণকারীগণ বাংলা নববর্ষ উপলক্ষে কৌতুক ও সঙ্গীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।
ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান প্রগতিশীল সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। এরপর বিভিন্ন খেলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।