আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ইদলিবে অপারেশন শিল্ড পরিচালনার ঘোষণা দিয়েছে তুরস্ক।সম্প্রতি ইদলিবে তুর্কি সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় রোববার এ অভিযান পরিচালনার ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হুলুসি আকার।
তিনি বলেন, তুরস্ক চায় সিরিয়ায় আসাদ সরকারের গণহত্যার সমাপ্তি।তাতে দেশত্যাগ ও মৌলবাদ শেষ হতে পারে।খবর ইয়েনি শাফাকের।
এই মুহূর্তে রাশিয়ার কাছে আমাদের প্রত্যাশা গ্যারান্টার দেশ (জামিনদার) হিসেবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং সোচি চুক্তি অনুযায়ী হামলা ও সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে সিরিয়ার সরকারের ওপর প্রভাব বিস্তার করা।
তিনি বলেন, সিরিয়ায় রাশিয়াকে মুখোমুখি আনতেতুরস্কের কোনো অভিপ্রায় নেই।
এর আগে এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন, রাশিয়া সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায়।
তিনি আরও দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই; বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র।
কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।