Advertisement
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এখন হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কায় ভুগছে মাহমুদউল্লাহরা। তবে হোয়াইটওয়াস এড়াতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। এদিকে দু:সংবাদ হচ্ছে ইনজুরির কারণে শেষ ম্যাচটিতে সৌম্য সরকারের খেলার সম্ভাবনা ক্ষীণ।
জানা গেছে, গত দুই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে নয়। ইনজুরির কবলে পড়ে শেষ ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। লাহোর থেকে ফোনে গণমাধ্যমকে তিনি জানান, ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সৌম্য। পরের ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।
তবে কীভাবে চোট পেলেন বা চোট কতটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মিনহাজুল আবেদীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।