ইনফিনিক্স হট ১১এস
Infinix Hot 11 সিরিজ ভারতে লঞ্চ হল। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে – Infinix Hot 11 এবং Infinix Hot 11S, যাদের দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। Infinix Hot 10 এর এই আপগ্রেড সিরিজে লেটেস্ট প্রসেসর, শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। Infinix Hot 11 এবং ইনফিনিক্স হট ১১এস ফোন দুটিতেই ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আবার প্রথম ফোনে ৫,২০০ এমএএইচ ব্যাটারি এবং দ্বিতীয় ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Infinix Hot 11 এবং Infinix Hot 11S দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের হট সিরিজের সর্বশেষ সংস্করণ ইনফিনিক্স হট ১১এস এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। মোবাইলটি প্রি-অর্ডারে গেমিং উৎসাহীদের মাঝে অভাবনীয় সাড়া ফেলেছে এবং ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই স্টক ফুরিয়ে গেছে।
ইতোমধ্যে দেশের শীর্ষ টেক রিভিউয়াররা ‘Infinix Hot 11S’ এর রিভিউ করেছেন এবং স্মার্টফোনটি নিয়ে তাদের সন্তুষ্টি জানিয়ে অন্যদের এটি কিনতে পরামর্শ দিচ্ছেন। ১৬ হাজার টাকার কম বাজেটে ‘হট ১১এস’ মোবাইলটিই সবচেয়ে ভালো গেমিং ফোন-এমনটাই মত তাদের। সর্বাধুনিক প্রযুক্তির শক্তিশালী এই ডিভাইসটি এখন খুচরা দোকান ও ব্র্যান্ড স্টোরসহ দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই কিনতে পারবেন গেমিংভক্তরা।
গত সপ্তাহে ইনফিনিক্স তাদের একেবারেই নতুন ডিভাইস ‘Infinix Hot 11S’ বাজারে আনার কথা ঘোষণা করে এবং এই মোবাইলকে ব্র্যান্ডটির বড় ধরনের সাফল্য মনে করা হচ্ছে। পরবর্তীতে স্মার্টফোনটি বাজারে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। ইনফিনিক্সের হট ১১এস হচ্ছে প্রথম সারির স্মার্টফোনগুলোর একটি যেটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮” এফএইচডি+ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা সংযুক্ত রয়েছে। ভারসাম্যপূর্ণ ও সর্বাধুনিক প্রযুক্তির এসব ফিচার সাথে নিয়ে-ই হট সিরিজ স্লোগান তুলছে ‘গেম অন’।
মূলত মিডিয়াটেক হেলিও জি৮৮’কে বিবেচনা করা হয় উচ্চ-পারফরম্যান্সের একটি চিপসেট হিসেবে এবং এটির মাধ্যমে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পেতে পারেন গেমিং ভক্তরা। ইনফিনিক্স হট ১১এস এর শক্তিশালী হেলিও জি-৮৮ ডুয়েল-চিপ প্রসেসর দুটি আর্ম কর্টেক্স-এ৭৫ সিপিইউ এর মাধ্যমে মোবাইলের সক্ষমতা বাড়ায় সর্বোচ্চ ২ গিগাহার্জ পর্যন্ত এবং দ্রুত অ্যাপ লোডিং ও ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে এটিকে আরও ‘রেসপন্সিভ’ অর্থাৎ দ্রুত কর্মক্ষম করে তোলে। টেক সমালোচকরা ইনফিনিক্স ‘হট ১১এস’ এ ব্যবহৃত বাজারের অন্যতম শীর্ষ ও স্বীকৃত প্রসেসর ‘মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর’ এর প্রশংসায় মেতেছেন ও এটি সুপারিশ করেছেন।
মোবাইলটিতে আরও রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮” এফএইচডি+ আলট্রা স্মুথ ডিসপ্লে। Infinix Hot 11S এ এমন দামে ৯০ হার্জ রিফ্রেশ রেট প্রাপ্তিও তাদের অবাক করছে। টেকপ্রেমীদের কাছে ৯০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিতভাবে বিশেষ কিছু। কারণ বৃহৎ আকারের ডিসপ্লের স্পর্শে কমনীয় অনুভূতি পাওয়া যায় ও পাশাপাশি কোনো ‘ল্যাগিং’ অর্থাৎ ‘ত্রুটি’ অথবা ফ্রেম ড্রপ পরিলক্ষিত হয় না।
আরও পড়ুন: বাংলা কার: মাত্র আট লাখ টাকায় নতুন গাড়ি
ইনফিনিক্স হট ১১এস এ আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল এআই নাইটস্কেপ ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে এফ ১.৬ ওয়াইড-অ্যাপারচার সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ট্রিপল লেন্স সক্ষমতায় ছবি তোলার ব্যবস্থা। এর ফলে ব্যবহারকারীরা কম আলোতেও দিন অথবা রাতে যে কোনো সময়ে অসাধারণ সব ছবি ক্যামেরায় বন্দি করতে পারছেন।
Infinix Hot 11S এ আরও আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যেটির সাহায্যে একনাগাড়ে ১৩ ঘণ্টা গেম খেলা যাবে এবং এটি একইসঙ্গে ৬০ দিন ‘স্ট্যান্ডবাই টাইম’ অর্থাৎ টানা চলতে পারবে। ব্যাটারির ‘পাওয়ার ম্যারাথন টেকনোলজি’র কারণে মাত্র ৫ শতাংশ চার্জেও মোবাইলটিতে কথা বলা যাবে অতিরিক্ত দুই ঘণ্টা। এ ধরনের সমন্বিত স্মার্টফোন ফিচারও এই দামে সচরাচর পাওয়া যায় না বলে মত বিভিন্ন ব্যবহারকারীদের। অত্যাধুনিক এই ডিভাইসটির ৪ জিবি র্যাম এবং ৬ জিবি র্যামের দুটি ভার্সন আছে এবং উভয় ভার্সনেই রয়েছে ১২৮ জিবি রম। গ্রাহকরা ‘গ্রিন ওয়েভ’ এবং ‘পোলার ব্ল্যাক’ এই দুটি রঙে পেতে পারবেন তাদের পছন্দের স্মার্টফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।