Advertisement
বিনোদন ডেস্ক : নাম ঘোষণার পর থেকেই সঞ্জয় লীলা বনশালির ‘ইনশাল্লাহ’ বারবার শিরোনামে উঠে এসেছে। ‘হম দিল দে চুকে সনম’ মুক্তির ২০ বছর পর ফের একসঙ্গে সালমান খান ও বনশালি। স্বভাবতই দর্শকদের কাছে এ ছবির কদর একটু বেশিই। পাশাপাশি এ ছবিতে আলিয়া ভাটকে কাস্ট করছেন পরিচালক। তবে এখন যা খবর, তাতে এ ছবিতে সালমান খানের বদলে অন্য কোনও অভিনেতাকে সুযোগ দিতে পারেন বনশালি।
সূত্রের খবর, এই ছবি নিয়ে সঞ্জয় লীলা বনশালি ও সালমান খানের মধ্যে মতের পার্থক্য দেখা দিয়েছে। পরিচালক চিত্রনাট্য বদলে টিমে আনতে চান অন্য অভিনেতাকে।
সালমান চেয়েছিলেন আগামী ঈদে এই ছবি মুক্তি পাক। কিন্তু বনশালি তাতে রাজি নন। তিনি ‘ইনশাল্লাহ’ মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন। এ নিয়েই দু’জনের মধ্যে মন কষাকষি। পরিস্থিতি নাকি এতটাই ঘোরালো যে সালমানকে এ ছবি থেকে বাদ দিতে চলেছেন বনশালি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।