ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ও ইসলামী শক্তি এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাগুরা-২ আসনের এমপি প্রার্থী আলহাজ মুফতি মোস্তফা কামাল।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর তিনটায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে সমমনা ৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি মোস্তফা কামাল।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শালিখা উপজেলা সভাপতি মাওলানা ওসমান গনি সাঈফী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা আব্দুস সালামসহ অন্যান্য স্থানীয় নেতারা।
বক্তব্যে মুফতি মোস্তফা কামাল বলেন, “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো ব্যক্তিগত লক্ষ্য নয়—এটি দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের আকাঙ্ক্ষা। সেই লক্ষ্য পূরণে ইসলামী শক্তিগুলো এখন ঐক্যবদ্ধভাবে তৎপর রয়েছে।”
তিনি সমমনা আট দলের পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন উল্লেখ করে বলেন, “এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের গণআন্দোলন অব্যাহত থাকবে।”
বক্তারা দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে ইসলামী মূল্যবোধনির্ভর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



