ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আনল নতুন ডুয়ালি থিম। মেটা প্ল্যাটফর্মটি চালু করেছে বিশেষ ফেস্টিভ রিস্টাইল ফিচার। ব্যবহারকারীরা এখন তাদের ফটো ও ভিডিওতে যোগ করতে পারবেন ডুয়ালির আলোকসজ্জা। এই আপডেটটি পাওয়া যাবে আগামী দুই সপ্তাহের জন্য।
এই নতুন ফিচারটি পাওয়া যাবে ইনস্টাগ্রাম স্টোরি এবং এডিটস অ্যাপে। মেটার মতে, প্রতিটি ইফেক্ট তৈরি করা হয়েছে ভারতীয় ঐতিহ্য ও রঙের আলোকে। ব্যবহারকারীরা তাদের কনটেন্টে দিতে পারবেন উৎসবের আমেজ।
কী কী রয়েছে নতুন ফিচারে?
ইমেজের জন্য রয়েছে তিনটি আলাদা থিম। আতশবাজি, দিয়াস ও রঙ্গোলির ডিজাইন নিয়ে তৈরি হয়েছে এই ইফেক্ট। ভিডিওর জন্য রয়েছে ল্যান্টার্ন, গাঁদা ফুল ও রঙ্গোলি ইফেক্ট। সমস্ত ইফেক্টই কাজ করে এআই টেকনোলজির মাধ্যমে।
রিস্টাইল ফিচারটি ব্যবহার করা খুব সহজ। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে স্টোরি অপশনে যান। তারপর গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করুন। উপরের ডান দিকে পেইন্টব্রাশ আইকনে ক্লিক করুন। সেখান থেকে পছন্দের ডুয়ালি থিম বেছে নিন।
কীভাবে ব্যবহার করবেন রিস্টাইল?
এআই চালিত এই ফিচারটি প্রসেস হতে কিছু সময় নেয়। থিম সিলেক্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ডোন বাটনে ট্যাপ করে স্টোরি পোস্ট করুন। একই ফিচার পাওয়া যাবে এডিটস অ্যাপেও।
এডিটস অ্যাপে ভিডিও এডিট করতে গেলেও এই থিমগুলো পাওয়া যাবে। নতুন প্রোজেক্ট খুলে ভিডিও সিলেক্ট করুন। নিচে স্ক্রল করে রিস্টাইল অপশনে যান। ডুয়ালি হেডার থেকে পছন্দের ইফেক্ট বেছে নিন।
কোথায় পাওয়া যাবে এই সেবা?
এই বিশেষ ফিচারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। মেটা জানিয়েছে, এটি চালু থাকবে আগামী দুই সপ্তাহ। শুধু ভারতেই নয়, এই সেবা পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতেও।
ইনস্টাগ্রামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক ব্যবহারকারী। উৎসবের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য এখন তারা পাচ্ছেন নতুন অপশন। এটি ডুয়ালি উদযাপনকে আরও রঙিন করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইনস্টাগ্রামের এই নতুন ডুয়ালি থিম সত্যিই ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে উৎসবের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের এই রঙিন উপস্থাপন নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন।
জেনে রাখুন-
ইনস্টাগ্রাম রিস্টাইল ফিচার কী?
এটি একটি এআই চালিত টুল। এটি দিয়ে ছবি ও ভিডিওতে বিভিন্ন থিম অ্যাড করা যায়।
ডুয়ালি থিম কতদিন পাওয়া যাবে?
এই বিশেষ থিমগুলো পাওয়া যাবে আগামী দুই সপ্তাহ পর্যন্ত।
কোন দেশগুলোতে available এই feature?
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় available এই feature।
ভিডিওতেও কি এই থিম ব্যবহার করা যাবে?
হ্যাঁ, ইনস্টাগ্রাম স্টোরি ও এডিটস অ্যাপ beide ভিডিওতে এই থিম ব্যবহার করা যাবে।
কোন effects available images-এর জন্য?
আতশবাজি, দিয়াস ও রঙ্গোলি – এই তিনটি effects available images-এর জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।