বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্টোরিতে প্রাইভেট লাইক ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এত দিন স্টোরিতে রিঅ্যাকশন দিলে তা মেসেজ হিসেবে ব্যবহারকারীদের চ্যাটবক্সে পৌঁছত।
তবে নতুন ফিচার চালু হওয়ার ফলে কেউ রিঅ্যাকশন দিলে মেসেজের পরিবর্তে নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে অবগত করা হবে। খবর এনগ্যাজেট।
স্টোরিতে ‘সেন্ড মেসেজ’ ও এয়ারপ্লেন আইকনের মাঝে নতুন হার্ট আইকন যুক্ত করেছে ইনস্টাগ্রাম। কারো স্টোরিতে লাইক পাঠালে তা ভিউয়ার শিটে দেখা যাবে, যা ব্যবহারকারী নিজের স্টোরি ভিউ করলে দেখতে পারবেন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, মূলত একে অন্যের প্রতি সমর্থন প্রকাশে ব্যবহারকারীদের জন্য ফিচারটি যুক্ত করা হয়েছে। পাশাপাশি সরাসরি মেসেজ পাঠানোর হারও কিছুটা কমবে।
প্রায়ই কিছু ক্ষুদ্র ও সহজ ফিচার যুক্ত করে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যমটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।