বর্তমান সময়ে ইন্টারনেট সবার জন্য খুবই প্রয়োজনীয়। আবার ইন্টারনেটে এখন হ্যাকারদের সমস্যা অনেক বেড়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ অনেক কাজ অনলাইনে করতে হয়। এজন্য স্ক্যামার এবং হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকতে চাইলে গুরুত্বপূর্ণ নির্দেশিকা মেনে চলতে হবে।
আপনি যখন ঘরের বাইরে বের হবেন তখন ইন্টারনেটের জন্য পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে যাওয়াটা উত্তম হবে। কেননা সব পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকে না।
এর থেকে ভালো হয় আপনি বাসা থেকে বের হওয়ার পূর্বে মোবাইল ডাটার ব্যবস্থা করে নিন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়া একাউন্টের আইডি, পাসওয়ার্ড, ব্যাংক একাউন্টের তথ্য হ্যাকার ও স্ক্যামারদের হাতে চলে যেতে পারে।
সন্দেহজনক কোন সোর্স থেকে ইমেইল আসলে অবশ্যই আপনাকে তা এড়িয়ে চলতে হবে। কেননা সেই ইমেইল এটাচমেন্ট আপনি ওপেন করলেই স্ক্যামাররা ফিশিং অ্যাটাকের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে।
বর্তমান সময়ে ইন্টারনেটে ফিশিং অ্যাটাকের ভয়াবহতা বেড়ে গেছে। আপনি যদি এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাহলে গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহার করলে তাদের নিজস্ব স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
থার্ড পাটি সোর্স থেকে এবং অজানা সাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ হবে। অনেক সময় এসব অ্যাপ্লিকেশন তৈরি করে থাকে হ্যাকাররা।
এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিভাইসের মূল্যবান তথ্য পেয়ে যেতে পারে হ্যাকাররা ও স্ক্যামাররা । কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেকোন অ্যাপ্লিকেশন ব্যবহার করা বেশ নিরাপদ। কেননা এসব অ্যাপ্লিকেশনে ক্ষতিকর ম্যালওয়ার থাকার কোন সম্ভাবনা নেই।
মানুষের প্রয়োজনে ইন্টারনেটে অনেক জায়গায় অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ওটিটি প্লাটফর্ম, গেমিং প্লাটফর্ম সাবস্ক্রিপশন, সোশ্যাল মিডিয়া সাইট, ব্যাংক অ্যাকাউন্ট সহ নানা জায়গায় আমাদের একাউন্টে থাকে।
সব একাউন্টের পাসওয়ার্ড যেন একই না হয় এই বিষয়টি খেয়াল করবেন। কেননা হ্যাকাররা একবার পাসওয়ার্ড পেয়ে গেলে তা দিয়ে আপনার সকল একাউন্টে আক্রমণ চালানো হবে। এতে করে আপনি বিপদে পড়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।