মোবাইলে ইন্টারনেটে সমস্যা? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের ঝামেলা। বাইরে কোথাও ঘুরতে গেলে ভালো নেটওয়ার্ক পাবেন কী করে জানেন?
যদি নেটওয়ার্কের সমস্যা হয়, তবে ফ্লাইট মোড অন করুন। কিছুক্ষণ পর ফ্লাইট মোড অফ করে দিন। নতুন নেটওয়ার্কে সিগন্যাল ভাল পাওয়া যাবে। যে জায়গায় নেটওয়ার্ক দুর্বল, সেখান থেকে সরে আসুন। জানালার ধার বা খোলা জায়গায় দাঁড়ান, যেখানে নেটওয়ার্ক ভাল পাওয়া যায়।
যদি এরপরও নেটওয়ার্ক না মেলে, তবে ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন। এতে ভালো নেটওয়ার্ক পাবেন।
কোনোভাবেই নেটওয়ার্ক না এলে, ফোন থেকে সিম বের করুন এবং নতুনভাবে বসান। এতে অনেক সময় নেটওয়ার্ক ভালো পাওয়া যায়।
অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক সেটিং ব্যান্ড ঠিক থাকে না। এক্ষেত্রে সেটিংয়ে যান, ম্যানুয়াল ৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করুন।
অনেক সময় মোবাইলের সফ্টওয়্যার আপডেট না থাকলে, নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই ফোনের সফ্টওয়্যার আপগ্রেড এলে, তা করুন।
উ.ল.ঙ্গ অবস্থায় দাঁড়ানোর ব্যক্তির ছবি শেয়ার করে যা বুঝালেন শুভশ্রী
যদি নেটওয়ার্ক খুব দুর্বল হয়, তবে অন্য নেটওয়ার্কে সুইচ করুন। যেমন- LTE থেকে 3G বা WiFi নেটওয়ার্কে সুইচ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।