ধারণা করা হচ্ছে Samsung galaxy z fold 4 স্মার্টফোনটি আর এক মাসের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে। ইন্টারনেটে যে তথ্য লিক হয়েছে সেখানে বলা হয় যে আগের ভার্সনের তুলনায় এখানে সামান্য কিছু জায়গায় পরিবর্তন থাকবে। তবে অনেক বেশি কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং ক্যামেরা সেকশনে উন্নতি থাকবে এটাও বলা হয়েছিল।
স্যামসাংয়ের এই ডিভাইসটি নিয়ে লিক হওয়া আর্টিকেলে বলা হয় স্যামসাংয়ের ক্যামেরা লেন্সগুলি এমনভাবে পেছনে ফিট করা হবে যাতে কোন ক্যামেরা বাম্প তৈরি না হয়। ধারণা করা হচ্ছে ক্যামেরার লেআউট আগের মডেলটিতে যেরকম ছিল ঠিক তেমনি রিলিজ হতে যাওয়া নতুন মডেলে সেরকমই থাকবে।
তবে টুইটারের এক বার্তায় বলা হয় গ্যালাক্সি জেড ফোল্ড ফোর স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে তাতে কোন সন্দেহ নেই। ফোল্ডেবল ফোন হিসেবে এর পারফরম্যান্স হয়তো ঠিক থাকবে তবে ক্যামেরার পারফরম্যান্স কেমন হবে বা ক্যামেরা সেকশনে কতটুকু উন্নতি হবে এটাই এখন চিন্তার বিষয়।
কোম্পানি ভবিষ্যতে গ্যালাক্সি এ ফোল্ড ও ফ্লিপ ফোন নামে আরো মডেল বাজারে ছাড়তে পারে। ক্যামেরার সেকশনে উন্নতি এ কারণে দরকার কারণ এর আগেরবার অনেক কাস্টমার samsung এর ভাঁজযুক্ত ফোন থেকে নিজেদের বিরত রেখেছেন ভালো ক্যামেরা না থাকার কারণে। ক্যামেরা সেকশনে উন্নতি হলে অনেক ক্রেতা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে এটিকেই চয়েস করবে।
৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ১২ মেগাপিক্সের আলট্রা ওয়াইড লেন্স হিসেবে থাকবে। পাশাপাশি 12 মেগা পিক্সেল টেলেফটো লেন্সও থাকবে যা জুম করতে সাহায্য করবে। ক্যামেরা সেকশনে উন্নতি করতে পারলে এই ফোল্ডেবল স্মার্টফোনটি ২০২২ সালের সেরা স্মার্টফোনের তালিকায় প্রবেশ করবে তাতে কোন সন্দেহ নেই।
অনেক ক্রেতা একটু সংশয়ের মধ্যে আছে তারা গ্যালাক্সি এস ২২ আল্ট্রা ব্যবহার করবে নাকি রিলিজ হতে যাওয়া জেড ফোল্ড ফোর ব্যবহার করবে। তবে কাস্টমারদের জন্য একটি ইতিবাচক বিষয় হচ্ছে নতুন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে এবং বড় সেন্সর ব্যবহার করা হবে, যেটি ক্যামেরা সাকশনে ডিভাইসকে অনেক এগিয়ে রাখতে সহায়তা করবে।
রিলিজ হতে যাওয়া জেড ফোল্ড ফোর স্মার্টফোনটি আগের মডেলের তুলনায় ওজনে হাল্কা হবে এবং অধিক টেকসই হবে। ডিভাইসটি আগস্টের ১০ তারিখে একটি বড় ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।