Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি পণ্যের। পণ্যের মতো বেশ কিছুতে সেবাতেও বাড়ছে ব্যয়, যার অন্যতম একটি ইন্টারনেট।
আজ বৃহস্পতিবার বিকেলে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেটে মোবাইল হ্যান্ডসেট, ইন্টারনেট সেবার চার্জ ও মোবাইলে কথা বলার খরচ বৃদ্ধির ব্যাপারে সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও আরও বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
ইন্টারনেট ও মোবাইল খরচ বৃদ্ধি পাওয়া ছাড়াও যেসব জিনিসের দাম বাড়বে তার মধ্যে রয়েছে- বিড়ি-সিগারেট, জর্দা, মোবাইল ফোন, ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফি, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া প্রভৃতি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।