এক সময় নিরব মোদির ফ্ল্যাগশিপ ফার্ম ফায়ারস্টার ডায়মন্ডের ডিরেক্টর ছিলেন দীপক মোদি। পলাতক নীরব মোদি এবং তার পরিবার ভারত ত্যাগের এক মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেন।
নীরব মোদি জালিয়াতির মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) থেকে সম্পত্তি কেনার জন্য অর্থ নিয়ে ইথাকা ট্রাস্ট গঠন করেন। এ ঘটনায় তার ভাই নেহালেরও সম্পৃক্ততা খুঁজে পায় তদন্তকারী সংস্থা।
গত বছরের জানুয়ারিতে মোদি পরিবারের এই জালিয়াতি প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহ আগেই নীরব মোদি, তার ভাই নেহাল মোদি ও কাকা মেহুল চোকসিসহ পুরো পরিবার নিয়ে ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যান। মেহুল চোকসি গীতাঞ্জলি গ্রুপের প্রচারক হিসাবে কাজ করতেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অভিযোগ থেকে জানা যায়, নেহাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভাই নীরব মোদিকে পলাতক অবস্থায় অর্থ পাচার এবং প্রমাণ নষ্টে সহায়তা করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।