ইন্টার মিয়ামিতে মেসিদের নতুন জার্সি

স্পোর্টস ডেস্ক: মাত্র বছর কয়েক আগেও ফুটবল প্রেমিরা ইন্টার মিয়ামি নামের যুক্তরাষ্ট্রের ক্লাবটি খুব একটা চিনতো না। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাব হিসেবে একটু পরিচিত হলেও মেজর লিগ সকারের ক্লাবটির প্রতি ফুটবল সমর্থকদের আগ্রহ ছিল তলানিতে।

ইন্টার মিয়ামিতে মেসিদের নতুন জার্সি

অথচ আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির এক ঘোষণায় বদলে যায় পুরো চিত্র। মেসি ক্লাবটিতে যোগ দেবেন জানার পর থেকে মুহূর্তের মাঝে বেড়ে যায় ক্লাবটির পরিচিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বাড়তে থাকে ফলোয়ার।

ধারণা করা হচ্ছে, এই সপ্তাহে চুক্তি সম্পন্ন করার পর আগামী ১৬ জুলাই মেসিকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে মিয়ামি। এরপর ২১ জুলাই ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামতে পারেন মেসি।

মিয়ামিতে ১০ নম্বর জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে। দলের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন ডিজাইনের জার্সিও। এরই মধ্যে নতুন অনুশীলন জার্সি উন্মোচন করেছে মিয়ামি কর্তৃপক্ষ। বিশেষ এই জার্সির নকশা করা হয়েছে সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকার ঢালের আদলে।

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ও হাস্যরসাত্মক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। অ্যাডিডাস ও মার্ভেলও সহযোগী হিসেবে কাজ করার কথা জানিয়েছে। কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে বইটি মার্ভেলই প্রকাশ করেছিল।

মার্ভেলের চাওয়াতেই ক্যাপ্টেন আমেরিকার ঢালের আদলে পুরো জার্সির নকশা করেছে অ্যাডিডাস। উন্মোচনের পর প্রথম খেলোয়াড় হিসেবে জার্সিটি পরেছিলেন মেসির নতুন সতীর্থ মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।

শুধু মেসির ইন্টার মিয়ামিই নয়, মেজর লিগ সকারের আরও পাঁচটি ক্লাবের খেলোয়াড়েরা আগামী মৌসুমে ক্যাপ্টেন আমেরিকা জার্সি পরে অনুশীলন করবেন। ক্লাবগুলো হলো লস অ্যাঞ্জেলেস, ডালাস, নিউইয়র্ক রেড বুল, শার্লোট ও অস্টিন।

অ্যাডিডাস ও মেজর লিগ সকারের ওয়েবসাইটে বিশেষ জার্সিটি পাওয়া যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জার্সির দাম ধরা হয়ে ৭০ মার্কিন ডলার (৭ হাজার ৫৭৩ টাকা), শিশুদেরটা ৬০ ডলার (৬ হাজার ৪৯১ টাকা)।

বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ১০ হাজার নারীর সঙ্গে সম্পর্ক