বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম্পিউটার বাজারে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনোভো অন্যতম। প্রতিষ্ঠানটি লিজিয়ন সিরিজের গেমিং ল্যাপটপ থেকে শুরু করে ব্যবসাকেন্দ্রিক ইয়োগা সিরিজও বাজারজাত করেছে। ব্র্যান্ডটির বেশকিছু গেমিং কম্পিউটার বা কনসোল রয়েছে, যেগুলো আইডিয়াসেন্টার গেমিং টাওয়ার সিরিজের অন্তর্গত। এর অংশ হিসেবে আইডিয়াসেন্টার ৫ ১৭আইএনি৭ গেমিং কনসোল বাজারে এনেছে চীনের প্রযুক্তি জায়ান্টটি।
আইডিয়াসেন্টারের নতুন গেমিং কনসোলে ১২ প্রজন্মের ইন্টেল কোর আই ৫ ১২৪০০ বা আই ৭ ১২৭০০ প্রসেসর ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী এএমডির আরএক্স ৬৫০০এক্সটি, আরএক্স ৬৪০০, এনভিডিয়ার আরটিএক্স ৩০৬০, আরটিএক্স ৩০৬০ টিআই, জিটিএক্স ১৬৬০ সুপার ও জিটিএক্স ১৬৫০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করতে পারবে।
সিপিইউ-জিপিইউর পাশাপাশি গেমিং কনসোলটিতে ডিডিআরফোর মেমোরি, এম.২ সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) এবং দুটি ৩ দশমিক ৫ ইঞ্চির মেকানিক্যাল হার্ড ড্রাইভ ব্যবহারের সুবিধা রয়েছে। নতুন কনসোলটিতে খুব বেশি বাছাইয়ের সুযোগ নেই। তাই যারা ভারী কাজ করতে আগ্রহী, তাদের জন্য কনসোলটি তেমন কার্যকর নয়।
বাহ্যিক দিক থেকে কনসোলটিতে আকর্ষণীয় ডিজাইন দেয়া হয়েছে। কনসোলের সামনের দিকে লাইট স্ট্রিপ রয়েছে, যেখান থেকে ব্যবহারের সময় নীল আলো নিঃসরণ হতে থাকে। ডিভাইসটির সম্মুখে দুটি ইউএসবি-এ পোর্ট, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে, যেটি খুবই সাধারণ কনফিগারেশনের।
অনলাইনে অনুসরণ সম্ভব জিপিইউর মাধ্যমে
প্রযুক্তিবিদদের ধারণা, লেনোভোর আইডিয়াসেন্টার গেমিং কনসোলটি শিগগিরই বাজারে প্রবেশ করবে। তবে কবে নাগাদ এর বাজারজাত শুরু হবে বা এর দাম কেমন হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত বছর লিজিয়ন প্লের মাধ্যমে গেমিং কনসোল বাজারে প্রবেশ করে প্রযুক্তি জায়ান্টটি। লেনোভো লিজিয়ন প্লে ছিল প্রথম অ্যান্ড্রয়েড ক্লাউড গেমিং কনসোল, যার মাধ্যমে ট্রিপল এ ক্যাটাগরির গেম খেলা যেত। ট্রিপল এ ক্যাটাগরির গেম মূলত ব্যয়বহুল এবং উন্নত গ্রাফিকসম্পন্ন। কনসোলটির মাধ্যমে ব্যবহারকারীরা ১০০-এর বেশি ক্লাউড গেম খেলতে পারত, গেম লাইব্রেরি স্ট্রিম করতে পারত অথবা মোবাইল গেম খেলতে পারত।
ভালো গেমিং অভিজ্ঞতা প্রদানে কনসোলটিতে ৭ ইঞ্চির এইচডিআর ১০ সংবলিত ফুল এইচডি বেজেলবিহীন ডিসপ্লে দেয়া হয়েছিল, যার আসপেক্ট রেশিও ১৬:৯। এতে বিল্ট ইন কন্ট্রোলার, ডুয়াল স্পিকার, ডুয়াল ভাইব্রেশন ও সাত হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।