ইন্দোনেশিয়ায় সোমবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এপি জানায়, মুষলধারে বৃষ্টিপাতে দুটি প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে—পূর্ব নুসা তেঙ্গারা এবং পর্যটন দ্বীপ বালি। বালিতে বন্যা ও ভূমিধসের ফলে মৃত্যু হয়েছে ছয়জনের।
বালির রাজধানী ডেনপাসারে প্রধান সড়কগুলোতে পানি ঢুকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বাসিন্দা ও পর্যটকরা বিপাকে পড়েছেন। শহরে দুটি ভবন ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেনপাসারের আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতও সীমিত হয়ে পড়েছে।
সেখানকার কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০০ উদ্ধারকর্মী মোতায়েন করেছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
বালির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নিওমান সিদাকার্য জানান, দক্ষিণ ডেনপাসারের কুম্বাসারি বাজার এলাকায় ডুবে যাওয়া একটি ভবনের ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।