আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার সন্ধ্যায় ৬.৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে কমপক্ষে ১০ জন আহত এবং একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি রয়টার্সকে বলেন, কম্পনের ফলে যোগকার্তা এবং মধ্য জাভা প্রদেশের অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক বাড়িঘর, কিছু অফিস, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার সামান্য ক্ষতি হয়েছে।
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ২৫ কিমি (১৫ মাইল) গভীরতায় আঘাত হানা এই ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দ্বীপ যোগকার্তা অঞ্চলের পাশাপাশি পূর্ব ও মধ্য জাভা অঞ্চলের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছিল। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইন্দোনেশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় তথাকথিত “প্যাসিফিক রিং অফ ফায়ার”, একটি অত্যন্ত সক্রিয় সিসমিক জোন যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি তৈরি করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।