Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা লোকজনকে বীচ থেকে দূরে অবস্থানের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় এর আগেও বেশ কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। গত সেপ্টেম্বর সুলায়েশি দ্বীপের পালু শহরে ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে দুই হাজারের বেশি নিহত এবং এক হাজার মানুষ নিখোঁজ হয়েছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।