আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে গতকাল রবিবার (৪ এপ্রিল) সকালে আকস্মিক বন্যা দেখা দেয়। দেশটির ফ্লোরস দ্বীপে ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়। খবর রয়টার্স’র।
দেশটির দুর্যোগ পরিচালনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র রাদিত্য জাতি জানান, ইন্দোনেশিয়ার প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরসে ৪৯টি পরিবার ইতিমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামনেলে গ্রামে কয়েক ডজন বাড়ি মাটিতে ঢেবে গেছে। অনেক বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে দেশটির ফ্লোরস দ্বীপ ও পূর্ব-তিমুরের কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।
উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে।
এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।