আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১৬ জন মারা যান। জাকার্তার একটি বড় অংশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নিউ ইয়ারের শুরুতেই বিপাকে পড়েছে বহু মানুষ। খবর বিবিসির।
বৃষ্টি ও বন্যায় বাড়ি-ঘর ডুবে গেছে। সেখান থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে কাছাকাছি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
জাকার্তায় প্রায় তিন কোটি মানুষ বসবাস করে। বর্ষাকালে সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায়ই বন্যা পরিস্থিতি তৈরি হয়। বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এমন পরিস্থিতি থাকে।
বেশ কিছু স্থানে বন্যার পানি ১০ ফুটের উপরে উঠে যাওয়ায় ১৯ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জাকার্তার গভর্নর আনিয়েস বাসওয়েদান বলেন, জাকার্তা ও পশ্চিম জাভা এলাকায় তিন দফায় ১৪.৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। ফলে চিলিউং এবং চিসাডেন নদীর পানি বেড়ে গেছে। তিনি বলেন, বৃষ্টি থেমে গেছে। এখন আমরা পানি সরে যাওয়ার অপেক্ষা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।