আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের মালুকুতে বৃহস্পতিবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৬ জন নিহত ও বহু লোক আহত হওয়ার খবর জানা গেছে। দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে এশিয়াভিত্তিক সংবাদসংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।
ইভা তুহুমুরি নামের ঐ কর্মকর্তা জানান, ভূমিকম্পের ফলে ভবন ধ্বসে ৬ জন নিহত হয়েছেন। ১২ জনেরও বেশি লোক আহত হয়েছেন। হাজারখানেক লোক আতঙ্কগ্রস্থ হয়ে বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ভূমিকম্পটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৬ মিনিটে আঘাত হানে। প্রদেশের আমবন শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এটি উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত।
ভৌগলিক অবস্থানগত কারণেই ইন্দোনেশিয়াকে চরম ভূমিকম্প-প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করা হয়। প্রতিবছর বেশ কয়েকবার ভূমিকম্পের শিকার হওয়ার কারণে একে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামে ডাকা হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।