আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন ৩১২ জন। খবর এবিসি নিউজের।
সোমবার (১৪ অক্টোবর) ইস্ট নুসা তেনগারা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী নৌযানটি। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে অনেকেই সাগরে ঝাপিয়ে পড়েন। সাহায্য চেয়ে খবর পাঠানো হলে দ্রুত অভিযান শুরু করে স্থানীয় জরুরি বিভাগ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। জাহাজে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। দ্বীপরাষ্ট্রটিতে চলাচলের অন্যতম মাধ্যম নৌযান। প্রায়ই এখানে ছোট-বড় জাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে। ২০১৮ সালে সুমাত্রার এক জাহাজ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছিল ১৬৭ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।