Instagram app বর্তমানে সেরা সোশ্যাল মিডিয়াগুলোর একটি এবং সারা বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয়। এই সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তারা যেকোনো ধরনের ছবি এবং ভিডিও আপলোড করতে পারে। আপনি এক দেশ থেকে অন্য দেশে আপনার বন্ধু পরিবার পরিজনের কাছে আপনার ইচ্ছামত যে কোন ছবি এবং ভিডিও শেয়ার করতে পারেন।
ইনস্টাগ্রাম আপনাদের সব ধরনের মেসেজ ফলোয়ারের সাথে শেয়ার করার অনুমতি দিয়েছে তবে বর্তমানে ইনস্টাগ্রাম নতুন আপডেটের মাধ্যমে সাতটি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। এই ফিচার বর্তমানে পুরো বিশ্বে এভেলেবল না হলেও সম্প্রতি এভেলেবল হতে শুরু করেছে। সামনে যত দিন গড়বে বিশ্বের সব জায়গায় ফিচারগুলো এড করে দেওয়া হবে। এখন এই নতুন 7 টি ফিচার কি কি এর মাধ্যমে ব্যবহারকারীরা কিভাবে উপকৃত হবে এই নিয়ে আজকের আলোচনা করা হবে।
instagram app এ যখন আপনি চ্যাট করবেন ঠিক ওই সময় যদি আপনি ব্রাউজার ওপেন করে কোন গুরুত্বপূর্ণ কাজ করেন তাহলে আপনার কোন বন্ধুর মেসেজের রিপ্লাই দিতে হলে আবার instagram app এ ঢুকতে হবে না। আপনি একই সাথে ব্রাউজিং করতে পারবেন এবং রিপ্লাই দিতে পারবেন।
instagram ব্যবহারকারীদের যে কোন কনটেন্ট পুনরায় শেয়ার করার অপশন যুক্ত করেছে। এটাকে রিশেয়ার বলে। লোফার নামে আরেকটি অপশন যুক্ত হয়েছে এর মাধ্যমে আপনার কনভার্সেশন অনেক বেশি পার্সোনাল হয়ে উঠবে।
ইনবক্সের উপরের দিকে আপনার যেসব বন্ধু অনলাইনে আছে বা চ্যাট করার জন্য এভেলেবল আছে তাদের তালিকা দেখতে পারবেন এবং সহজেই তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন।
instagram শীঘ্রই আমাজন মিউজিক এবং স্পটিফাই এর সাথে যুক্ত হতে যাচ্ছে। এর ফলে আপনি যে মিউজিক শুনতে চান তার ৩০ সেকেন্ড প্রিভিউ আপনি দেখতে পারবেন এবং একই সাথে আপনার চ্যাট থেকে আপনার বন্ধুরা এই মিউজিক শুনতে পারবে।
আপনার অন্য বন্ধুরা যখন ব্যস্ত থাকবে তারা যাতে ডিস্টার্ব ফিল না করে সেজন্য আপনি সাইলেন্ট মেসেজ পাঠাতে পারেন । সম্প্রীতি ইনস্টাগ্রাম এই নতুন ফিচারটি যুক্ত করেছে। এর ফলে তারা যখন ফ্রি হবে তখন তারা নোটিফিকেশনে আপনার মেসেজ পেয়ে যাবে।
অন্যান্য সোশাল মিডিয়ার মতোই ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাট করার ফিচার নিয়ে এসেছে বা পাশাপাশি পোল করতে পারবেন। এর মাধ্যমে সবাই একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভোট করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।