স্টিম ব্যবহারকারীদের জন্য নতুন স্ক্রিন রেকর্ডিং ফিচার তৈরিতে কাজ করছে ভালভ। এর ফলে ব্যবহারকারী বা গেমাররা ইন-গেম রেকর্ডিংয়ের সুবিধা পাবেন এবং সরাসরি স্টিম কমিউনিটির সঙ্গে ক্লিপ শেয়ার করতে পারবেন। খবর গিজমোচায়না।
বতর্মানে স্টিম থেকে নামানো যেকোনো গেম রেকর্ড করার জন্য বাইরের সফটওয়্যার ব্যবহার করতে হয়। এর মধ্যে রয়েছে মাইক্রোসফটের গেমবার, ওবিএসসহ বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার এবং এনভিডিয়া ও এএমডির গ্র্যাফিকস কার্ড ড্রাইভার।
সংশ্লিষ্টদের মতে, স্টিমের নতুন ফিচার স্ক্রিনশট থেকে শুরু করে সহজে গেমিং ক্লিপ শেয়ার করার জন্য ব্যবহারকারীদের সুবিধা দেবে। ২০১১ সাল থেকে স্ক্রিনশট নেয়ার ফিচার চালু রয়েছে। কি-বোর্ডের এফ১২ বাটন চেপে ধরার মাধ্যমে যেকোনো স্ক্রিনশট সরাসরি স্টিম কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সম্ভব হয়। প্রতিটি স্টিম অ্যাকাউন্টেই স্ক্রিনশট, গেম সেটিংস, আর্কাইভসহ বিভিন্ন বিষয় সংরক্ষণে এক গিগাবাইট স্টোরেজ সুবিধা দেয়া হয়ে থাকে।
ভালভের দাবি নতুন ফিচারটি সাধারণ স্ক্রিন রেকর্ডিং ছাড়াও অন্যান্য সুবিধা দেবে। এর মধ্যে অন্যতম দুটি হলো ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং ও টাইমলাইন মার্কিং। ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং সুবিধাটি গেম খেলার সময় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং সুবিধা দেবে। এজন্য প্রতিবার ম্যানুয়ালি এটি চালু করতে হবে না।
টাইমলাইন মার্কিং ফিচার রেকর্ডিংয়ের সময় নির্দিষ্ট অংশ নির্বাচনের ক্ষেত্রে ব্যবহারকারী বা গেমারদের সুবিধা দেবে। প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স কনসোলে টাইমলাইন মার্কিং ফাংশন বা অপশন রয়েছে। গেমে কোনো বিশেষ অর্জনের মুহূর্ত স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে থাকে। তবে স্টিম ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ ফিচারটি আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।