জুমবাংলা ডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। সকাল ৯টা। অফিস সময় হতে না হতেই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে যুগলপ্রেমীদের ভিড়। ক্যাম্পাসের ডায়না চত্বর, ঝাল চত্বর, সততা ফোয়ারা এলাকাসহ ক্যাম্পাস লেকের আনাচে-কানাচে বিভিন্ন অঞ্চল থেকে আসা কপোত-কপোতীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিভিন্ন সাজে নিজেকে সুসজ্জিত রেখে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করেছে শিক্ষার্থীরা। তবে করোনাকালীন ক্যাম্পাস বন্ধ থাকায় পহেলা ফাল্গুন উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছর কোনো উৎসবের আয়োজন করেনি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
এদিকে ‘ভালবাসার বিপক্ষে নই কিন্তু প্রেমের নামে অশ্লীলতার বিপক্ষে’ স্লোগানে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সিঙ্গেল পরিষদ।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়া হল মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রাঞ্জলের নেতৃত্বে সহ-সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শাহিন পাশা, সাধারণ সম্পাদক একই বিভাগের শিক্ষার্থী আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তানজির উপস্থিত ছিলেন।
এ সময় তারা ‘একটা একটা কাপল ধর, ধরে ধরে সিঙ্গেল কর, ইবির মাটি, সিঙ্গেলদের ঘাঁটি’, ‘মফিজ লেকে কাপল কেন, প্রশাসন জবাব চাই’, ‘পশ্চিম পাড়ায় কাপল কেন’, ‘প্রশাসন জবাব চাই, প্রেমের নামে অশ্লীলতা’, ‘মানি না মানবো না, হই হই রই রই, সিঙ্গেলরা গেলো কই’ স্লোগানে ফেটে পড়ে।
এছাড়া বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনটির অর্থ সম্পাদক থিওলজি অনুষদের সালমানসহ সংগঠনটির সদস্য আল-আমিন, ইমরান ধ্রুব, সাকিব, আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।