ইবি প্রতিনিধি: ইরাসমাস প্লাস এগ্রিমেন্ট এর আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৩ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের কনফারেন্স রুমে ইবি পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয় পক্ষে রেক্টর প্রফেসর ড. মেহমেত হাক্কি আলমা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।
স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যয়ন ও মৌলিক বৈজ্ঞানিক গবেষণার জন্য শিক্ষার্থী বিনিময়, পাঠদান ও স্বল্পকালীন ভ্রমণের জন্য শিক্ষক বিনিময়, কনফারেন্স এবং সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য স্কলারদের আমন্ত্রণ, একাডেমিক-গবেষণা সামগ্রী, প্রকাশনা ও তথ্য বিনিময়সহ ৭টি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্য স্থির করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম ডেমিরটাস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।