জুমবাংলা ডেস্ক : নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে। তারা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০১৯-২০ বর্ষের ফারহান মাহমুদ স্বাধীন এবং তার বিভাগের এক বান্ধবী।
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন হ্যাটরিক ক্যাফের মালিক তন্ময়সহ স্থানীয় অজ্ঞাতনামা কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারহান মাহমুদ তার বান্ধবীকে কাজলা গেট সংলগ্ন ছাত্রীবাসে রেখে আসতে ক্যাম্পাস থেকে রিকশায় যাচ্ছিলেন। তারা কাজলা গেট পার হয়ে আলমের মোড়ের দিকে প্রবেশ করলে তন্ময় ও তার বন্ধুরা ওই নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটু কথা বলেন। এর প্রতিবাদে ভুক্তভোগীরা রিকশা থামিয়ে ঘটনার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং অভিযুক্ত তন্ময় ও তার বন্ধুরা শিক্ষার্থীদের মারধর করে। ঘটনাস্থলে স্থানীয় এবং শিক্ষার্থীরা উপস্থিত হলে অভিযুক্তরা স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা তাদের পিছু নিলে, অভিযুক্ত তন্ময় ওই শিক্ষার্থীদের দ্বিতীয় দফা মারধর করে। পরে স্থানীয় লোকজন, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠান। এ ঘটনায় শিক্ষার্থীরা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এটা জানার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। এ ছাড়াও আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আশা করছি অভিযুক্তরা দ্রুত শাস্তির আওতায় আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।