জুমবাংলা ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আসন্ন সিটি নির্বাচনে কমিশন পূর্বের অবস্থা থেকে ফিরে না আসতে পারলে নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসনের কোনো প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে ২০ প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।
ঘোষিত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ২২ নং ওয়ার্ড মো. তাইফুর রহমান, ১৪ ওয়ার্ড মো. আব্দুর রশিদ, ৫০ নং ওয়ার্ড মো. শাহজাহান কবির, ৪৭ নং ওয়ার্ড মো. আব্দুল করিম, ৫২ নং ওয়ার্ড আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ৫৩ নং মো. ইমান উদ্দিন, ৫৯ নং ওয়ার্ড মাছুম আহমদ, ৬০ নং ওয়ার্ড মো. মাহবুব হোসেন মামুন, ৬১ নং ওয়ার্ড মো. আব্দুস সাত্তার, ৬৪নং ওয়ার্ড মো. মিজানুর রহমান, ৬৫ নং ওয়ার্ড নূর এ আলম নকীব, ৬৬ নং ওয়ার্ড ওয়াদুদ মিয়া, ৭০ নং ওয়ার্ড জাহাঙ্গীর খান, ৬২ নং ওয়ার্ড ডা. নূর মোহাম্মদ শাহ মুন্না, ৫১ নং ওয়ার্ড রায়হান আহমদ, ৫৯ নং ওয়ার্ড মো. শাহেদ হোসেন, ৪৮ নং ওয়ার্ড সৈয়দ মো. সিদ্দিুকর রহমান, ৪৫ নং ওয়ার্ড আলহাজ্ব ফারুক হোসেন, ৪৬ নং ওয়ার্ড মো. উজ্জ্বল, ৬৩ নং ওয়ার্ড হাজী মো. ইসমাঈল হোসেন।
প্রার্থীদের নাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল ও ডা. শহিদুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।