বিনোদন ডেস্ক : ইভ্যালি ইস্যুতে কয়েক মাস ধরে অপমানিত হতে হচ্ছে দেশের অভিনেতা তাহসানকে। এজন্য ইভ্যালির বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছেন তিনি। শুক্রবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তাহসান।
আমি যে বছর জানুয়ারিতে চুক্তিবদ্ধ হই, তার আগের বছর জানুয়ারিতে আমাকে অ্যাপ্রোচ করা হয়। আমি যখন ডিনাই করছিলাম তখন তারা আমাকে বলল, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আছি। আমরা র্যাবের চলচ্চিত্র অপারেশন সুন্দরবনের সঙ্গে আছি। আমরা আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছি…, তাহলে কেন ডিনাই করছেন?’
তাহসানের সঙ্গে ইভ্যালি এভাবেই যোগাযোগ করে। দেশের জনপ্রিয় এই তারকাকে নিজেদের দলে ভেড়াতে এমনই বিশ্বস্ত কিছু সূত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের মার্চে দুই বছরের জন্য ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু গ্রাহকের অভিযোগ এতটাই বেশি ছিল যে তিন মাসের মধ্যে নিজে থেকে চুক্তি বাতিল করেন অভিনেতা।এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাহসান।
তাহসান বলেন, যারা ভুক্তভোগী, তারা তো ভুগছেন; আমিও তো ভুগছি, অনেকভাবে নিগৃহীত হচ্ছি এই ইভ্যালির কারণে। কিন্তু আমি তো আমার দায়বদ্ধতার কারণে ঠিক কাজই করেছিলাম, বেরিয়ে এসেছিলাম। তাহলে এখন আমাকে কেন নিগৃহীত হতে হচ্ছে? কেন? গত ২০ বছরে বিনোদন অঙ্গনে সম্মানের সঙ্গে এত কাজ করলাম, এত কোম্পানির সঙ্গে করলাম, আজ এই একটা কোম্পানির জন্য আমাকে যে পরিমাণ ভুগতে হচ্ছে, সেটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। কী আর করব! অনেক মানুষ সাফার করছেন, আমিও করছি। যাদের কারণে আমি এই জায়গায় পৌঁছলাম এবং আমাকে এভাবে নিগৃহীত হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করব। তবে আগে আমার এই লড়াই থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, আমি শুনেছি ইভ্যালির ৪০ লাখ গ্রাহক, যে কোম্পানিতে আমি যুক্ত হওয়ার আগেই ৪০ লাখ মানুষ যুক্ত, যে কোম্পানির সঙ্গে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যুক্ত, দেশের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, সেখানে আমি শুভেচ্ছাদূত হয়ে মাত্র দুটো ফেসবুক লাইভ করেছি। আমি কিন্তু বিজ্ঞাপনও করিনি। আর আমি বিজ্ঞাপনচিত্রে কাজ করলে যেকোনো প্রতিষ্ঠানের করতেই পারি। কারণ তখন তো লিগ্যাল কোম্পানি।
তাহসান বলেন, আমার প্রেস কনফারেন্স হয় এ বছরের মার্চের শুরুতে, মে মাসের শেষে বের হয়ে আসি। চুক্তি ছিল দুই বছরের, তিন মাসের মধ্যে বের হয়ে এসেছি। কত মানুষ কত প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, আমিও হয়েছি। সব কোম্পানিরই তো কমবেশি কাস্টমার কমপ্লেইন থাকে। এই কোম্পানির বেশি ছিল বলেই বের হয়ে আসতে হয়েছে। তবে ইভ্যালি যখন সরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আমি কীভাবে না করব! আমিইবা কীভাবে মনে করব, এটা একটা অসচ্ছ কোম্পানি?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।