স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মাঠের বাইরের নানা ইস্যুতে হচ্ছে আলোচনা-সমালোচনা। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে যখন বিতর্ক, তখন অন্যান্য দলের খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার ইস্যুও সামনে আসছে।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস স্বীকার করেছে যে তারা বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনও কোনো টাকা দেয়নি। বেরিয়ে আসছে একের পর এক এমন অভিযোগ।
এই পারিশ্রমিক না দেওয়ার কারণ হিসেবে দলের সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেছেন এটি একটি ‘ব্যক্তিগত’ বিষয়। শুক্রবার কয়েকটি গণমাধ্যমে ইমন এখনো টাকা পাননি বলে খবর প্রকাশিত হয়। দুইবার চেক বাউন্স করায় কোনো পারিশ্রমিক বুঝে না পাওয়া পারভেজ হোসেন ইমন চিটাগং কিংস ছেড়েছেন বলেও দাবি করা হয়।
এই ব্যাপারে চিটাগাং কিংসের সত্ত্বাধিকারী সামির কাদের বলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি।
এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমারও সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’
কেন তার এমন অবস্থান সে প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।’
এই সময় তিনি ইমনের বাজে পারফরম্যানের কথাও উল্লেখ করেন, ‘সে তো রান করতে পারেনি, দুই ম্যাচ ধরে বেঞ্চে বসে ছিলো।’
বিপিএলে ব্যাট হাতে ইমনের খুব ভালো সময় কাটেনি। সাত ম্যাচে ১২৫.৬০ এর স্ট্রাইক রেটে মাত্র ১০৩ রান করেছেন। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিকের সম্পর্ক নাই।
এদিকে কিংসের ক্যাম্প ছেড়ে যাওয়ার বিষয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ইমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি পরিস্কার করেন। তার দাবি, দলের পরবর্তী ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় ছুটি নিয়ে বাইরে গেছেন তিনি। ইমন লিখেছেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’
বিপিএলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে দিতে হয় ২৫ শতাংশ টাকা, টুর্নামেন্টের মাঝে ৫০ শতাংশ ও খেলার পর বাকিটা পরিশোধ করতে হয়। তবে এই নিয়ম মানছে না বেশিরভাগ। দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের বিরুদ্ধে অভিযোগ তারা অনেক ক্রিকেটারকে কোন টাকাই দেয়নি। শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোও টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন, যদিও এই ক্রিকেটারকে ৭০ শতাংশ টাকা দেওয়া হয়েছে বলে সামির জানান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel