আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ ছাড়া তাকে ১৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইমরান খানকে হত্যাচেষ্টার মূল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৫ লাখ রুপি জরিমানা করেছেন আদালত। শনিবার গুজরানওয়ালার একটি সন্ত্রাসবিরোধী আদালত এ আদেশ দেন।
২০২২ সালের ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চের সময় এই হামলা ঘটে ।
ঘটনার দিন নাভিদ বশীর নামের এক বন্দুকধারী গুলি চালান। যার ফলে ইমরান খান, সিনেটর ফয়সাল জাভেদসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় একজন পিটিআই কর্মী নিহত হন। পরে ঘটনাস্থল থেকে মূল বন্দুকধারী নাভিদকে গ্রেপ্তার করে পুলিশ।
তৎকালীন জোট সরকার, যার মধ্যে ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন, তাদের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন ইমরান। একই বছরের ৭ নভেম্বর ওয়াজিরাবাদের সিটি পুলিশ স্টেশনে ঘটনার প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করা হয়। এ ছাড়া ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়।
শনিবার শুনানির পর মামলার রায় ঘোষণা করেন এটিসি বিচারক মুহাম্মদ নাঈম সেলিম। প্রধান অভিযুক্ত নাভিদকে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দুটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুই অভিযুক্ত তৈয়ব জাহাঙ্গীর বাট এবং ওয়াকাসকে খালাস দেওয়া হয়।
বিদ্যুৎ ও মেট্রোরেল সেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলে জানানোর নির্দেশনা
এ বিষয়ে অ্যাডভোকেট ইমরান আব্বাস সুপ্রা বলেছেন, রাষ্ট্রপক্ষ তৈয়ব জাহাঙ্গীরে বিরুদ্ধে কোনো সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।