ইমরান খানকে দেওয়া সৌদি যুবরাজের উপহারের দাম কত, জানাল ন্যাব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তোষাখানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া ৩১৬ কোটি রুপি সমমূল্যের উপহার মাত্র ১৮ কোটি রুপি দেখিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরোর (ন্যাব) দেওয়া তথ্যের বরাতে একথা জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ।

দেশের সরকার ও বিদেশি রাষ্ট্র থেকে সরকারি প্রতিনিধিরা যে উপহার পান, তাই জমা করা হয় তোষাখানায়। ইমরান খান ছাড়াও তোষাখানা থেকে বিদেশি উপহার নিয়েছিলেন দেশটির বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ আরও অনেকেই। সেক্ষেত্রে তোষাখানার উপহারের মূল্যের একটা নির্দিষ্ট অঙ্ক পরিশোধ করে নিজেদের কাছে রাখতে পারেন নেতারা।

প্রধানমন্ত্রী পদে থাকাকালে ইমরান খান অনেক উপহার পেয়েছিলেন। সেগুলো তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে বিরোধী রাজনৈতিক পক্ষগুলো তার সমালোচনা করেন। কেউ কেউ মামলার হুমকি দেন, এমনকি পরোয়ানাও জারি হয় ইমরানের।

ন্যাবের রিপোর্টে বলা হয়, তোষাখানার এই উপহার নেওয়ার ক্ষেত্রে কোনো সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি। ৯ কোটি রুপি মূল্য পরিশোধের পর পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি নিজেদের কাছে উপহারগুলো রেখে দেন।

পাকিস্তানের কোনো সংস্থা যুবরাজের দেওয়া সেই অলঙ্কারের সঠিক মূল্য যাচাই করতে পারেনি। পাকিস্তানের জুয়েলারি সমিতিও সঠিক দাম বলতে পারেনি। তবে দুবাইভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, ১৫৭ কোটি রুপি কম মূল্য দিয়ে এটি নিয়েছিলেন ইমরান।

দুবাই পাকিস্তানি কনস্যুলেট জেনারেলের নিয়োগকৃত বিশেষজ্ঞ ইমরান বশির বলেন, ওই অলঙ্কারের সঠিক মূল্য ৩১৬ কোটি রুপি। ইমরান ও তার স্ত্রী এটি ১৫৭ কোটি রুপি পরিশোধের মাধ্যমে নিজেদের কাছে রাখতে পারতেন।