আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানইমরান খানতিনি ইমরানকে দেখে বলেন, ‘আপনাকে দেখে খুশি হলাম, মিস্টার খান।’
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। পরদিন বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়।
পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। ওই সময়ে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইমরানকে দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল আরও বলেন, ‘একজন সিনিয়র নেতা হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার সংলাপে বসা উচিত। আপনি তাঁদের পছন্দ নাও করতে পারেন, কিন্তু তারা তো বাস্তবতা। অস্বীকার করার উপায় নেই। তাদের সঙ্গে সংলাপে বসলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে বলে আশা করি।’
শুনানির সময়ে আদালতের বাইরে পুলিশ ও রেঞ্জারসের বহু সদস্য মোতায়েন ছিল।
এদিকে আজ শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে ইমরান খানের। এরপর তিনি রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে পিটিআই চেয়ারম্যান ভাষণ দেবেন বলে পিটিআইয়ের টুইটার পেজে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।