আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের প্রধান ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তিনি। বুধবার এক টুইট বার্তায় পিটিআই প্রধান এ আশঙ্কার কথা জানিয়েছেন।
সম্প্রতি পাকিস্তানের আদালত ইমরান খানের গ্রেপ্তারিকে অবৈধ বরে ঘোষণা করে অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু, বুধবার ফের ইমরান খানের বাড়ি চারিদিক দিয়ে ঘিরে ফেলে পাকিস্তানের পুলিশ।
এরপরই টুইট করে পিটিআই প্রধান ইমরান খান জানান,ঠসম্ভবত আমাকে ফের গ্রেপ্তার করার আগে এটাই আমার শেষ টুইট। আমার বাড়ির চারিদিন ঘিরে রেখেছে পুলিশ।
এর আগে গত (৯ মে) মঙ্গলবার ইসলাবাদের আদালতে হাজিরা দিতে আসলে বাইরে থেকেই আধাসামরিক বাহিনীর হাতে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। ওই দিনই ইসলামাবাদ হাইকোর্ট তার গ্রেপ্তারকে বৈধতা দেয়। পরদিন বুধবার তাকে একটি বিশেষ আদালতে হাজির করার পর দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হাতে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়।
পরে সারা দেশে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় এক ডজন লোক নিহত হয়। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে ডাকা হয়।
পরবর্তীতে সর্বোচ্চ আদালতে এই গ্রেপ্তারকে অবৈধ বলে ঘোষণা দেন তিন বিচারপতির একটি বেঞ্চ। পরে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে হাজির হলে তার জামিন মঞ্জুর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।