পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ইমরান খান। এর পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে পিটিআই নেতার মানসিক স্বাস্থ্য নিয়ে এমন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।
শুক্রবার এক ব্রিফিংয়ে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় ইমরান খান বাইরের লোকজনের সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নিয়মিতভাবেই সেনাবাহিনীকে আক্রমণ করছেন, যা দেশের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা তৈরি করছে।
এছাড়া ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ হিসেবেও অভিহিত করেন সেনাবাহিনীর এ উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি খানের নাম উচ্চারণ না করে বলেন, তার কথা হলো যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কোনো কিছু থাকতে পারবে না। যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।
দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।
এদিকে সেনাবাহিনীর এমন ব্রিফিংয়ের সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেছেন, এই ব্রিফিং করার উদ্দেশ্য হলো ইমরান এবং তার দল পিটিআইকে উত্তেজিত করা। এরমাধ্যমে তারা পিটিআইয়ের কর্মীদের ওপর চলা ধরপাকড়কে বৈধতা এবং কারাবন্দি ইমরানের ওপর মানসিক চাপ বৃদ্ধি করতে চায়।
উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



