আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পাকিস্তান ভারতের তুলনায় ভাল অর্থনৈতিক অবস্থানে রয়েছে। ইসলামাবাদে ইন্টারন্যাশনাল চেম্বার্স সামিট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান খান বলেলেন, শুধু ভারত নয়, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনেক দেশের চেয়েই ভাল।
তিনি আরও বলেন, পাকিস্তান এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় সস্তা দেশগুলির মধ্যে একটি। বিরোধীরা আমাদের অযোগ্য বলে। কিন্তু সত্যিটা হল আমাদের সরকার জাতিকে সব সংকট থেকে রক্ষা করেছে। অন্যান্য জিনিসের মধ্যে পাকিস্তানে তেলের দাম বাকি দেশের তুলনায় সস্তা।
পাকিস্তানি সরকার সংসদে একটি অর্থ বিল আনতে চলেছে। তবে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, সরকার পাকিস্তানকে মাত্র এক বিলিয়ন ডলারের জন্য ঝুঁকিতে ফেলছে। তাই এই বিল কার্যকর হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিরোধীরা এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।