
জুমবাংলা ডেস্ক : প্রাতিষ্ঠানিক শিক্ষা ও যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে মসজিদে ইমামতি করার অভিযোগে ইমামতি না করতে সৈয়দ ইকরাম আলী মুন্সিকে আইনি নোটিশ দেয়া হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরোণ্যকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সৈয়দ ইকরাম আলী মুন্সি ওই গ্রামের মৃত হাসমত আলী মুন্সির ছেলে।
হিরোন্যকান্দি গ্রামের বাসিন্দা মো: দেলোয়ার শেখের পক্ষে গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো: সরোয়ার শিকদার এ নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, সৈয়দ ইকরাম আলী মুন্সি ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি। তিনি এলাকার লাঠিয়াল ও প্রভাবশালী হওয়ায় পেশিশক্তির জোরে মসজিদে ইমামতি করছেন। মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বৈধ ইমাম থাকা সত্ত্বেও তিনি নিজেকে ইমাম দাবি করছেন। মিলাদ ও দোয়ায় মুসল্লিদের দেয়া হাদিয়া ভোগ করছেন।
নোটিশে আরো বলা হয়েছে, তিনি মসজিদকে ব্যক্তিগত ঘরের মতো ব্যবহার করছেন। মসজিদের বারান্দায় কাঠমিস্ত্রী দিয়ে ফার্নিচার তৈরির কাজ করান। মসজিদের মটর দিয়ে পানি তুলে নিজের ভবন নির্মাণ কাজে ব্যবহার করছেন। মসজিদের জায়গার গাছপালার ফল-ফলাদি তিনি ভোগ করছেন। এলাকার মুসল্লিরা এসব বিষয় বাঁধা দিলেও তিনি তা মানছেন না।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বড় ধরনের সঙ্ঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সৈয়দ ইকরাম আলী মুন্সির সাথে কথা হলে তিনি কোনো প্রতিষ্ঠান থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেননি স্বীকার করে বলেন, ‘আমি মসজিদ কমিটির অনুমতি নিয়ে মাঝে-মাঝে আজান দেই ও ইমামতি করি। আমরা পূর্বপুরুষ থেকে ইমামতি করে আসছি। তবে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


