জুমবাংলা ডেস্ক : দেশের সাধারণ ইমাম ও মুয়াজ্জিনদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করে আল্লামা মাসঊদ বলেন, দেশের নানা জায়গায় নিরীহ সম্মানিত ইমামদের হয়রানি করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। দয়া করে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনদের হয়রানি করবেন না। আইন প্রয়োগের ক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনুন।
তিনি বলেন, সরকারের আইন প্রয়োগ করা উচিত মসজিদ কমিটির ওপর, দেশের নিরীহ ইমামদের ওপর নয়। কারণ, ইমামরা মসজিদের সর্বেসর্বা নন। প্রত্যেকটি মসজিদেরই একটি কমিটি আছে। মসজিদ প্রশাসন আছে, তাদের তত্ত্বাবধানেই ইমাম-মুয়াজ্জিনরা দায়িত্ব পালন করে থাকেন। সুতরাং মসজিদকেন্দ্রিক সরকারের নির্দেশনা মানার ক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিন নন বরং কমিটিকে দায়ী করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।