আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-মাহউইত প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিপার ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে বলে আজ বুধবার (২৮ আগস্ট) জানিয়েছে দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার প্রদেশের মালহান জেলায় তিনটি বাঁধ ধসে অর্ধশতাধিক ঘরবাড়ি ভেসে গিয়েছে। এখনও বেশ কয়েকজন গ্রামবাসী নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলছে বলে সূত্রটি জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে উত্তরাঞ্চলীয় হোদেইদাহ ও হাজ্জাহ প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ৪৫ জনের প্রাণহানি ঘটে এবং ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ডিসিদের যে নির্দেশনা
দেশটিতে বর্ষা মৌসুমের এই টানা বৃষ্টি ও বন্যার মধ্যে দূষিত পানি ও দুর্বল পয়ঃনিষ্কাশনের কারণে রোগের সম্ভাব্য বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.