‘ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই!’—এমনই এক বার্তা দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল জাগিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাত। ওই পোস্টের সঙ্গে একটি রাগের ইমোজিও ব্যবহার করেছেন অভিনেতা।
বুধবার (২৩ জুলাই) বিকাল পনে ৩টার দিকে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন
অভিনেতা । ওই পোস্টে তিনি লিখেছেন, ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই….! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।এই রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা। তবে ওই পোস্টের মন্তব্যের ঘরে নিজের স্ট্যাটাসের রহস্য উন্মোচন করেছেন অভিনেতা। পোস্টে থাকে শূন্যস্থান নিজেই পূরণ করে লিখেছেন, ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক, আর ক্ষমতায় গেলে সব ‘পোস্ট ডিলিট করেন সমস্যা হবে। পোস্টের সঙ্গে তিনি জুড়ে দেন একটি হা হা রিয়্যাক্ট।
‘দয়া করে কেউ আমাকে সাহায্য করুন’, লাইভে এসে কাঁদতে কাঁদতে তনুশ্রী
বলে রাখা ভালো, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।