আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সামরিক অভিযান চালাতে গিয়ে গত দুই মাসে নিহত তুর্কি সেনার সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইরাকে ‘সারজান বাশ’ নামক আরেকজন তুর্কি সেনা নিহত হওয়ার কারণে চলমান অভিযানে তুরস্কের ২৪ সেনা নিহত হলো। খবর পার্সটুডে’র।
কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’কে দমনের অজুহাতে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে এবং সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে।
ইরাক সরকারের পাশাপাশি দেশটির সকল রাজনৈতিক দল সেদেশের অভ্যন্তরে তুর্কি বাহিনীর এই অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ অভিযান বন্ধ করে অবিলম্বে তুর্কি সেনাদের দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানাচ্ছে।
তুরস্ক গত ১৯ এপ্রিল থেকে ইরাকের কুর্দিস্তানে ‘ক্ল ক্লক’ নামের সামরিক অভিযান চালাচ্ছে। ওই অভিযানের কারণে হাজার হাজার গ্রামবাসীকে ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।