ইরানে ২০২৫ সালে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর)-এর বার্ষিক পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই সংখ্যাকে ‘নজিরবিহীন ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। সংগঠনটির তথ্যমতে, ২০২৪ সালে ইরানে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, যা ২০২৫ সালে এসে দেড় হাজারে পৌঁছেছে। আইএইচআর যাচাই করে দেখেছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭০০ জনেরও বেশি ছিলেন মাদকসংক্রান্ত অপরাধের আসামি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকেই ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে এই সংখ্যা ছিল পাঁচ শতাধিক এবং ২০২৩ সালে তা ৮০০ ছাড়িয়ে যায়।
মানবাধিকারকর্মীদের মতে, ইরানি কর্তৃপক্ষ মূলত জনমনে ভীতি সঞ্চার করতে এবং নতুন কোনো বিক্ষোভ দমন করতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে এই কঠোর ব্যবস্থা সত্ত্বেও ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে নতুন করে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইরানের লোরদেগান শহরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আমিরি-মোগাদ্দাম বলেন, “মৃত্যুদণ্ড কার্যকরের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভ ঠেকানো, কিন্তু বর্তমানে চলমান অস্থিরতা প্রমাণ করে যে শাসকগোষ্ঠী এতে সফল হয়নি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


