সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার পর ইরান সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘোষণা আসে, যখন দেশজুড়ে সরকারবিরোধী সন্ত্রাসীদের নেতৃত্বে সংঘটিত একাধিক সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন।
সরকারের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানি প্রতিরোধের সময় যারা নিহত হয়েছেন, তাদের স্মরণেই এই জাতীয় শোক পালন করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানি জাতি প্রত্যক্ষ করেছে দায়েশ (আইএসআইএল/আইএসআইএস)-এর মতো বর্বর সহিংসতা, যা জনগণ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে চালানো হয়েছে এবং যার ফলে বহু মানুষ শহীদ হয়েছেন।’
ইরান সরকার এই সহিংসতাকে নজিরবিহীন বলে আখ্যা দিয়ে দাবি করেছে, এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট।
এদিকে সরকার সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থী দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর চালিয়েছে। এসব সহিংসতায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


