শান্তিতে নোবেলজয়ী কারাবন্দি ইরানের নার্গিস মোহম্মাদির শারীরিক অসুস্থতার ফলে হাসপাতালে ভর্তির অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। ইরানের এই অ্যাক্টিভিস্টের পক্ষে প্রচারণা চালানো একটি গ্রুপের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
রোববার ফ্রি নার্গিস কোয়ালিশন নামের গ্রুপটি এক বিবৃতিতে বলেছে- নার্গিসের শরীরে একাধিক অসুস্থতা রয়েছে। এজন্য অবশ্যই তাকে হাসপাতালে যেতে অস্থায়ী মুক্তি (মেডিকেল ফার্লো) দিতে হবে। শুধু হাসপাতালে স্থানান্তর করলেই গত কয়েক মাসের অবহেলা এবং বঞ্চনার কারণে নার্গিসের গুরুতর যে স্বাস্থ্যহানি হয়েছে তার সমাধান হবে না বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।
মোহাম্মদিকে ইরানের এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে, যেখানে রাজনৈতিক বন্দি এবং পশ্চিমা ঘনিষ্ঠ ব্যক্তিদের রাখা হয়। তিনি ইতিমধ্যে ৩০ মাসের সাজা ভোগ করছেন, যার সঙ্গে জানুয়ারিতে আরও ১৫ মাস যুক্ত করা হয়েছিল।
গত ৬ আগস্ট ইভিন কারাগারের মহিলা ওয়ার্ডে অন্য রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে নার্গিস মোহাম্মাদিকে আরও ছয় মাসের জেল দিয়েছে ইরানের কর্তৃপক্ষ।
তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে বর্তমানে বন্দি থাকা ৫১ বছর বয়সি নার্গিস মোহাম্মাদি পেশায় লেখক ও প্রথম সারির একজন মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাকে বেশিরভাগ সময় কারাগারে থাকতে হয়েছে। তাকে ১৩ বার গ্রেফতার করা হয়েছে। পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সব মিলিয়ে তাকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকি শরিয়াহ্ আইন অনুসারে ১৫৪ বার বেত্রাঘাতও করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।