আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ‘কট্টরপন্থি বিচারক’ ইব্রাহিম রাইসি বিপুল ভোটে জয়ী হয়েছেন। খবর রয়টার্সের।
রাইসি এক কোটি ৭৮ লাখ ভোট পেয়ে অন্যান্যদের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্য প্রার্থীদের পক্ষে এ ব্যবধান অতিক্রম করা সম্ভব হবে না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামাল ওরফি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দুই কোটি ৮৬ লাখ ভোট পড়েছে। এরমধ্যে শনিবার প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, অন্যান্য প্রার্থীরা আর অতিক্রম করতে পারেবন না, এমন একটি অবস্থানে এগিয়ে গেছেন ইব্রাহিম রাইসি।
ওরফি জানান, শুক্রবারের চার প্রার্থীর প্রেসিডেন্ট নির্বাচনে রাইসির নিকটতম প্রতিদ্বন্দ্বী রেভোলুশনারি গার্ডের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি ৩৩ লাখ ভোট পেয়েছেন আর ২৪ লাখ ভোট পেয়ে তার পরে আছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আব্দোলনাসের হেম্মাতি।
অবশ্য শুরু থেকেই ধারণা করা হচ্ছিল ৬০ বছর বয়সী শিয়া আলেম রাইসি এ নির্বাচনে জিতবেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আর্শীবাদপুষ্ট প্রার্থী ছিলেন তিনি। দেশটির প্রভাবশালী রেভুলোশনারি গার্ডেরও সমর্থন ছিল রাইসির ওপর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


