ইরানের বুশেহর বন্দরে কমপক্ষে সাতটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। তাসনিম বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।
বুশেহর বন্দরের সাতটি জাহাজে কিভাবে আগুন লাগলো বা বাইরের দেশ এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত কি-না; সেই বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক সংস্থার প্রধান জাহাঙ্গির দেহঘানি।
এদিকে, ইরানের এক মাত্র একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর প্রদেশে। সম্প্রতি এই শহরটিতে বেশ কয়েকবার রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের নিকটবর্তী একটি সামরিক স্থাপনা এবং একটি পারমাণবিক সমৃদ্ধকরণ সংস্থার পাশে একাধিক রহস্যময় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
WATCH: 7 ships on fire in #Iran, at Bushehr port. They appear to be fishing vessels. pic.twitter.com/zDDq7hGmoD
— AS-Source News / MILITARY〽️ (@ASBMilitary) July 15, 2020
সূত্র: ব্লুমবার্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



