আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পর্যবেক্ষণ বিমানগুলো সীমান্তজুড়ে সার্বক্ষণিক টহল দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।
রোববার সেনাবাহিনীর একদল সদস্যের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর ইউনিটগুলো জল, স্থল ও আকাশে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে। ইরান তার শত্রুদের থেকে যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সব সময় কাজ করছে। বাহিনীকে সর্বাধুনিক রাখতে চেষ্টা চলছে। এ কারণে প্রয়োজনে নানা ধরণের মহড়ার আয়োজন করা হচ্ছে।
মুসাভি আরও বলেছেন, দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তের একটা অংশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেখানে বিনা অনুমতিতে যেকোনো ধরণের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিদেশি আক্রমণ ঠেকাতে ৫১টি শহরে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরান।
দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী মেহেদি ফারাহির বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বেসামরিক প্রতিরক্ষা সরঞ্জামের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী ‘সার্বক্ষণিক সফটওয়্যার ব্যবহার করে হুমকি ও ঝুঁকির ধরন অনুযায়ী এসব হুমকি ও ঝুঁকি শনাক্ত ও পর্যবেক্ষণ করতে সক্ষম হবে’।
ফারাহি বলেন, সম্প্রতি দেশগুলোর শক্তির উপর নির্ভর করে, যুদ্ধের ধরণ আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধের চিরাচরিত ধরনগুলোর জায়গা দখল করছে সাইবার, জৈবিক এবং তেজস্ক্রিয় আক্রমণসহ যুদ্ধের হাইব্রিড ধরন।
অবশ্য ইরানকে হুমকি দিতে পারে এমন দেশগুলোর নাম বলেননি তিনি।
সূত্র: ইরনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।