আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের টেলিভিশনে ফ্রান্সের ওই দুই নাগরিককে আটক করার খবর প্রচারিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে তাদেরকে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানায়। খবর পার্সটুডে’র।
গত সপ্তাহে ইরানের ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই নাগরিককে আটক করা হয়েছে। ইরানি শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি এই দুই নাগরিক ইরানে এসে সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার চেষ্টা করেন।
ফ্রান্সের নাগরিক সিসিলি কোহলার এবং জ্যাক্স প্যারিস গত ২৮ এপ্রিল পর্যটকের ছদ্মবেশে ইরান সফরে আসেন কিন্তু এদেশে পৌঁছানোর পর তারা গুপ্তচরবৃত্তি শুরু করেন।ইরানের নিরাপত্তা সংস্থাগুলো তাদের এসব তৎপরতা পর্যবেক্ষণ ও ভিডিও ধারন করেন। এভাবে প্রয়োজনীয় তথ্য ও দলিল-প্রমাণ হাতে আসার পর দুই ফরাসি নাগরিককে আটক করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ সংক্রান্ত ডকুমেন্টারি প্রচারিত হওয়ার পর তাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানাল আমেরিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।