Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আগামী রবিবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। খবর বিবিসি’র।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই দেশটিতেই করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যেসব ঘরের ভেতরে লোকজনের সমাগম ঘটে সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।
তবে নিয়ম ভঙ্গ করলে কী ব্যবস্থা নেওয়া হবে সেবিষয়ে তিনি কিছু বলেন নি।
উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শপিং মল এবং সরকারি অফিস যেসব এলাকায় সেখানে কেউ মাস্ক না পরলে তাকে কোনো সেবা দেওয়া হবে না।
ইরানে কমপক্ষে ২২২,৬৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১০,৫০৮ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।